ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে ছাত্র হত্যা সহ একাধিক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সুকমল চন্দ্র বর্মন, জয়পুরহাট::

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে জয়পুরহাট সদর থানার পুলিশ ও ঢাকার তেজগাঁও থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তেজগাঁওয়ের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগ নেতা ও পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে।

গত বছরের ৫ আগস্ট রাতে জয়পুরহাট শহরের সদর থানা এলাকার সড়কে গুলিতে নিহত হন জয়পুরহাট শহরের শেখ পাড়া মহল্লার অটোচালক মেহেদী হাসান (৩৩)। এ ঘটনায় নিহত মেহেদী হাসানের স্ত্রী জেমমিন আকতার সুইটি বাদী হয়ে গত বছরের ২০ আগস্ট জয়পুরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদসহ মোট ২১৭ জনকে আসামি করা হয়েছিল। হাবিবুর রহমান হাবিব এই মামলার অন্যতম আসামি।

ওসি শাহেদ আল মামুন জানান, তেজগাঁও শিল্প এলাকার এক আত্মীয়ের বাসা থেকে মঙ্গলবার রাতে হাবিবকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় ৬টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান হাবিবকে ঢাকা থেকে জয়পুরহাট থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) আইনি প্রক্রিয়া শেষে তাকে জয়পুরহাট আদালতে পাঠানো হবে। সেখান থেকে জয়পুরহাট কারাগারে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
৫৩৬ বার পড়া হয়েছে

জয়পুরহাটে ছাত্র হত্যা সহ একাধিক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আপডেট সময় ০৫:৩৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে জয়পুরহাট সদর থানার পুলিশ ও ঢাকার তেজগাঁও থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তেজগাঁওয়ের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগ নেতা ও পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে।

গত বছরের ৫ আগস্ট রাতে জয়পুরহাট শহরের সদর থানা এলাকার সড়কে গুলিতে নিহত হন জয়পুরহাট শহরের শেখ পাড়া মহল্লার অটোচালক মেহেদী হাসান (৩৩)। এ ঘটনায় নিহত মেহেদী হাসানের স্ত্রী জেমমিন আকতার সুইটি বাদী হয়ে গত বছরের ২০ আগস্ট জয়পুরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদসহ মোট ২১৭ জনকে আসামি করা হয়েছিল। হাবিবুর রহমান হাবিব এই মামলার অন্যতম আসামি।

ওসি শাহেদ আল মামুন জানান, তেজগাঁও শিল্প এলাকার এক আত্মীয়ের বাসা থেকে মঙ্গলবার রাতে হাবিবকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় ৬টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান হাবিবকে ঢাকা থেকে জয়পুরহাট থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) আইনি প্রক্রিয়া শেষে তাকে জয়পুরহাট আদালতে পাঠানো হবে। সেখান থেকে জয়পুরহাট কারাগারে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464