হরিণধরা উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির সভাপতির সংবর্ধনা
শেরপুর জেলার সদর উপজেলার চর পক্ষিমারী ইউনিয়নের হরিণধরা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১৯ জানুয়ারি, রবিবার সকালে নবগঠিত এডহক কমিটির সভাপতি মোঃ সফিকুল ইসলাম (মুক্তা) এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আয়জুল হক মন্ডল এবং সঞ্চালনায় ছিলেন মোঃ আনিছুর রহমান বিএসসি। এতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মর্নোহার মুন্সী, বেল্লাল মুন্সী, মতিউর রহমান, বারেক মিয়া, এরশাদ ফরাজী, লাভলু মিয়া, হাতেম আলী, দুদু মিয়া, এবং নূরনবীসহ আরও অনেকে। বক্তারা বিদ্যালয়ের উন্নয়ন ও একতাবদ্ধ প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তারা উল্লেখ করেন যে, বিগত দিনে রাজনৈতিক দ্বন্দ্ব ও অনিয়মের কারণে বিদ্যালয়ের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি।
বক্তারা সবাইকে নতুন সভাপতি মোঃ সফিকুল ইসলাম (মুক্তা) এর নেতৃত্বে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, বিদ্যালয়কে ৪ তলা বিশিষ্ট একটি আধুনিক ও মনোরম প্রতিষ্ঠানে পরিণত করার জন্য সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে।
সভাপতি মোঃ সফিকুল ইসলাম (মুক্তা) তার বক্তব্যে পুরনো কমিটির বিভিন্ন ত্রুটি ও অনিয়মের সমালোচনা করেন। তিনি প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে কোন গাফিলতি বা দুর্নীতি সহ্য করা হবে না। তিনি সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং শিক্ষার মান উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, “আমি লোভের কারণে এই দায়িত্ব গ্রহণ করিনি। সরকার আমাকে এ দায়িত্ব দিয়েছে, এবং আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করব। বিদ্যালয়ের উন্নয়নে সবার সহযোগিতা চাই। আমি এলাকারই সন্তান এবং এই বিদ্যালয়ের উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য।”
অনুষ্ঠানে উপস্থিত সবাই নতুন সভাপতির বক্তব্য ও উদ্যোগের প্রশংসা করেন। তারা একতাবদ্ধ হয়ে বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের অগ্রগতির একটি নতুন অধ্যায় শুরু হওয়ার আশা করা হচ্ছে।