ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা থেকে অবৈধ মাটি উত্তোলন, ১১ ট্রাক্টর আটক ও জরিমানা

রাহিম হোসেন, চাপাইনবাবগঞ্জ::
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের সময় ১১টি মাটিভর্তি ট্রাক্টর আটক করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) রাতে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের হায়াতমোড় এলাকায় অভিযান চালিয়ে ট্রাক্টরগুলো আটক করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন জানিয়েছেন, আটককৃত ট্রাক্টরগুলো রাতেই ইসলামপুর তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরদিন রবিবার (১৯ জানুয়ারি) জেলা পুলিশের ট্রাফিক বিভাগ প্রতিটি ট্রাক্টরের জন্য ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করে। মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায়ের পর ট্রাক্টরগুলো ছেড়ে দেওয়া হয়।

ওসি আরও জানান, আটককৃত ট্রাক্টরগুলোর কোনো রেজিস্ট্রেশন ছিল না, যা আইন লঙ্ঘনের গুরুতর উদাহরণ। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

পরিবেশবিদদের মতে, পদ্মা নদী থেকে মাটি ও বালু উত্তোলন পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এবং তীরবর্তী এলাকার ভাঙন ও ক্ষতি বাড়তে পারে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
৫৪৪ বার পড়া হয়েছে

পদ্মা থেকে অবৈধ মাটি উত্তোলন, ১১ ট্রাক্টর আটক ও জরিমানা

আপডেট সময় ০৫:০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের সময় ১১টি মাটিভর্তি ট্রাক্টর আটক করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) রাতে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের হায়াতমোড় এলাকায় অভিযান চালিয়ে ট্রাক্টরগুলো আটক করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন জানিয়েছেন, আটককৃত ট্রাক্টরগুলো রাতেই ইসলামপুর তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরদিন রবিবার (১৯ জানুয়ারি) জেলা পুলিশের ট্রাফিক বিভাগ প্রতিটি ট্রাক্টরের জন্য ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করে। মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায়ের পর ট্রাক্টরগুলো ছেড়ে দেওয়া হয়।

ওসি আরও জানান, আটককৃত ট্রাক্টরগুলোর কোনো রেজিস্ট্রেশন ছিল না, যা আইন লঙ্ঘনের গুরুতর উদাহরণ। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

পরিবেশবিদদের মতে, পদ্মা নদী থেকে মাটি ও বালু উত্তোলন পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এবং তীরবর্তী এলাকার ভাঙন ও ক্ষতি বাড়তে পারে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।