আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও মানুষ গড়ার কারিগর সমীরণ কুমার বড়ুয়াকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেছেন বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে। এতে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষিকা উর্মি বড়ুয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য ও সাংবাদিক রতন বড়ুয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র প্রকৌশলী অমর বড়ুয়া, প্রধান শিক্ষিকা ইন্দিরা বড়ুয়া, প্রকৌশলী লিটু বড়ুয়া এবং ব্যাংক কর্মকর্তা উজ্জ্বল বড়ুয়া। এছাড়া শিক্ষিকা কাকলী বড়ুয়া, গ্রুপ অব কোম্পানীর কর্মাশিয়াল কর্মকর্তা সজীব বড়ুয়া ছোটন, ব্যবসায়ী প্রণব বড়ুয়া টিটু, সাবেক সেনা সদস্য শ্যামল বড়ুয়া, শিক্ষক সুশীল বড়ুয়া ও বাবুল পারিয়াল, প্রবাসী রত্না বড়ুয়া, জয়মালা বড়ুয়া এবং রুপম বণিক শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন।
শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাতে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সুশীল বড়ুয়া, হাবিবুর রহমান, মো. আলমসহ ১৯৮৯ ব্যাচের আরও অনেক সদস্য।
সমীরণ কুমার বড়ুয়ার পরিবারের পক্ষ থেকে তার সন্তানেরা, সরকারি কর্মকর্তা উত্তম বড়ুয়া, নিবেদিতা বড়ুয়া এবং মনীষা বড়ুয়া অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের বক্তারা প্রিয় শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সমীরণ কুমার বড়ুয়া শুধু একজন শিক্ষকই নন, তিনি ছিলেন আমাদের জীবনগঠনের অনুপ্রেরণা।” তারা তার অবদানের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তাঁর সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করেন।
অনুষ্ঠান শেষে সমীরণ কুমার বড়ুয়াকে সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করা হয়। এটি প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষকের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।