স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯ জানুয়ারি রবিবার সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বিয়ালীবাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জন্য অবদান রেখেছেন, তার নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতার সঠিক পথের সূচনা হয়েছিল। তাঁর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা দেশের দরিদ্র জনগণের পাশে দাঁড়াতে চেষ্টা করছি, যাতে শীতকালীন কষ্ট কিছুটা লাঘব হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি, সিলেট জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহার এর সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব প্রাদেশিক বিএনপি’র সভাপতি জাকারিয়া আরফিন ফয়সল , উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মইনুদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুয়াজ্জেম হোসেন সাহেদ, যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ছোটন, সাংগঠনিক সম্পাদক হাকিম উদ্দিন কয়সর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মিটু, যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী রাসেল, আব্দুল্লাহ আল মামুন, আক্তার হোসেন ময়না, ওলিদ আহমদ সেন্টু, ও শেখ মামুন, ছাত্রদল নেতা হুসাইন আহমদ, সাব্বির হোসেন, রিয়াদুর রহমান সাইফুল,হামিম আহমদ ও প্রমুখ।
এদিনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শীতের প্রভাবিত এলাকার মানুষের জন্য একটি বড় সহায়তা হিসেবে প্রতিভাত হয়, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি নিয়ে আসে।