ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে গরুচোর সিন্ডিকেটের তিন সদস্য গ্রেপ্তার, ৪ গরু উদ্ধার

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::

বাগেরহাট জেলা প্রতিনিধি হারুন শেখের প্রতিবেদনে জানা যায়, বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশ সফল অভিযান পরিচালনা করে পেশাদার গরুচোর সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ চারটি গরু উদ্ধার করেছে।

রবিবার (১৯ জানুয়ারি) ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিক রেজা বাদি হয়ে মামলা দায়ের করেন এবং গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এর আগে, শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ফলতিতা এলাকা থেকে গরু চুরি করার সময় পুলিশ ওই তিন সদস্যকে গ্রেপ্তার করে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার মৃত নুরমোহাম্মদের ছেলে আ. ছালাম (৫০), মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকার জাফর আলী মীরের ছেলে হুমায়ন মীর (৫০), একই এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে বিল্লাল আরাফাত (৪০)।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেন, গরু চোর সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৬:১০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
৫৫১ বার পড়া হয়েছে

বাগেরহাটে গরুচোর সিন্ডিকেটের তিন সদস্য গ্রেপ্তার, ৪ গরু উদ্ধার

আপডেট সময় ০৬:১০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

বাগেরহাট জেলা প্রতিনিধি হারুন শেখের প্রতিবেদনে জানা যায়, বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশ সফল অভিযান পরিচালনা করে পেশাদার গরুচোর সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ চারটি গরু উদ্ধার করেছে।

রবিবার (১৯ জানুয়ারি) ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিক রেজা বাদি হয়ে মামলা দায়ের করেন এবং গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এর আগে, শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ফলতিতা এলাকা থেকে গরু চুরি করার সময় পুলিশ ওই তিন সদস্যকে গ্রেপ্তার করে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার মৃত নুরমোহাম্মদের ছেলে আ. ছালাম (৫০), মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকার জাফর আলী মীরের ছেলে হুমায়ন মীর (৫০), একই এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে বিল্লাল আরাফাত (৪০)।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেন, গরু চোর সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।