ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় স্বেচ্ছাসেবক দলনেতা গুলিবিদ্ধ

মোঃ রবিউল হোসেন খান ; খুলনা::

খুলনায় স্বেচ্ছাসেবক দলনেতা গুলিবিদ্ধ

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত সোয়া ১০টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া এলাকার রসুলবাগ মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম শাহীন (৪০)। তিনি ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। শাহীন স্থানীয় বাসিন্দা জনাব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে শাহীন মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। স্থানীয়রা দ্রুত আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শাহীনের অবস্থা গুরুতর এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এই ঘটনার পেছনে কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০২:৩০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
৫৪২ বার পড়া হয়েছে

খুলনায় স্বেচ্ছাসেবক দলনেতা গুলিবিদ্ধ

আপডেট সময় ০২:৩০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত সোয়া ১০টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া এলাকার রসুলবাগ মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম শাহীন (৪০)। তিনি ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। শাহীন স্থানীয় বাসিন্দা জনাব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে শাহীন মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। স্থানীয়রা দ্রুত আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শাহীনের অবস্থা গুরুতর এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এই ঘটনার পেছনে কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।