বাগেরহাটের চুলকাটি বনিক পাড়ায় শান্তিপূর্ণভাবে নামযজ্ঞ অনুষ্ঠান
বাগেরহাট সদরের চুলকাটি বনিক পাড়া দুর্গাপূজা মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টায় অনুষ্ঠানটি পরিদর্শন করেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম।
নামযজ্ঞ অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এম এ সালামের সঙ্গে ছিলেন, সৈয়দ নাসির আহমেদ মালেক, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শেখ ওমর আলী মুন্না, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কাজী মনজুর রহমান, বিএনপি নেতা গোলাম মোস্তফা বলাই, খানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খান হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক বাবুল ফকির
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চুলকাটি বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ ও সাধারণ সম্পাদক মল্লিক আমিনুল ইসলাম মুক্ত, খানপুর ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, চুলকাটি বনিক পাড়া নামযজ্ঞ কমিটির সমন্বয়ক বাবু কমলেশ বণিক, ইঞ্জিনিয়ার রেজোয়ান মাহমুদ সাগর ও ইঞ্জিনিয়ার গোপাল দত্ত, বাবলু পাল, দিলীপ দত্ত, নিতাই সিংহ, শংকর দত্ত
অনুষ্ঠানে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী ভক্তদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদেরও উপস্থিতি ছিল।
বিএনপি নেতা এম এ সালাম নামযজ্ঞের আয়োজনকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্মীয় সম্প্রীতি বাগেরহাটের ঐতিহ্য। এই ধরনের আয়োজনে অংশগ্রহণ করার মাধ্যমে আমরা ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা দিতে পারি।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভক্তরা জানান,এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের মিলনের প্রতীক। সবার অংশগ্রহণ আমাদের উৎসবকে আরও আনন্দময় করে তুলেছে।