ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের রামপালে বিএনপি নেতা-কর্মীদের উপর গুলি, আটক ২

প্রসেনজিৎ চন্দ্র শর্মা,দিনাজপুর::

আটক ২

বাগেরহাটের রামপালে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাইদের বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে ২১ জনের নাম উল্লেখ করে আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গত ১৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত রামপালের কালিগঞ্জ বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের উপর অস্ত্র, রামদা, লোহার রড এবং হাতুড়ি দিয়ে হামলা করা হয়। অভিযোগ রয়েছে, প্রধান আসামি শেখ মো. আবু সাইদ নিজেই পিস্তল ব্যবহার করে গুলি চালান।

রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সোনালী অটো রাইস মিলে তল্লাশি করে ২৫ রাউন্ড তাজা কার্তুজ ও একটি পিস্তলের গুলি উদ্ধার করে। এ সময় শেখ মো. আবু সাইদের ছেলে মাতলুব হোসাইন এবং কথিত সাংবাদিক ইকরামুল হক রাজিবকে আটক করা হয়।

মামলাটি বাঁশতলী গ্রামের এসকে আল মামুন দায়ের করেন। এতে বিশেষ ক্ষমতা আইনের অধীনে ১৪৩, ১৪৭, ১৪৮, ৫০৬, ১১৪, ৩৪ এবং ১৯৭৪ সালের ১৯ (চ) ধারায় অভিযোগ আনা হয়েছে।

রামপাল থানার ওসি মো. সেলিম রেজা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযান অব্যাহত রয়েছে এবং আসামিদের আটক ও অস্ত্র উদ্ধার চেষ্টা চলছে।

এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ও থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৫১৮ বার পড়া হয়েছে

বাগেরহাটের রামপালে বিএনপি নেতা-কর্মীদের উপর গুলি, আটক ২

আপডেট সময় ০৭:১৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
বাগেরহাটের রামপালে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাইদের বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে ২১ জনের নাম উল্লেখ করে আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গত ১৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত রামপালের কালিগঞ্জ বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের উপর অস্ত্র, রামদা, লোহার রড এবং হাতুড়ি দিয়ে হামলা করা হয়। অভিযোগ রয়েছে, প্রধান আসামি শেখ মো. আবু সাইদ নিজেই পিস্তল ব্যবহার করে গুলি চালান।

রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সোনালী অটো রাইস মিলে তল্লাশি করে ২৫ রাউন্ড তাজা কার্তুজ ও একটি পিস্তলের গুলি উদ্ধার করে। এ সময় শেখ মো. আবু সাইদের ছেলে মাতলুব হোসাইন এবং কথিত সাংবাদিক ইকরামুল হক রাজিবকে আটক করা হয়।

মামলাটি বাঁশতলী গ্রামের এসকে আল মামুন দায়ের করেন। এতে বিশেষ ক্ষমতা আইনের অধীনে ১৪৩, ১৪৭, ১৪৮, ৫০৬, ১১৪, ৩৪ এবং ১৯৭৪ সালের ১৯ (চ) ধারায় অভিযোগ আনা হয়েছে।

রামপাল থানার ওসি মো. সেলিম রেজা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযান অব্যাহত রয়েছে এবং আসামিদের আটক ও অস্ত্র উদ্ধার চেষ্টা চলছে।

এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ও থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464