জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমা রেজিনা ইসলাম স্মরণে দোয়া ও আলোচনা সভা
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মরহুমা রেজিনা ইসলাম-এর স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) দুপুর ১২টায় জিয়া হার্ট ফাউন্ডেশন অডিটোরিয়ামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। আয়োজনটি যৌথভাবে পরিচালনা করে জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর এবং দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ।
স্মরণসভায় সভাপতিত্ব করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ। তিনি বলেন,জিয়া হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে প্রতিষ্ঠানটিকে দীর্ঘদিন ধরে কার্যকর রাখতে মরহুমা রেজিনা ইসলাম নিরলস পরিশ্রম করেছেন। দিনাজপুরের সামগ্রিক উন্নয়ন ও সামাজিক-রাজনৈতিক অঙ্গনে তিনি ছিলেন আমাদের প্রিয় নেত্রী। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূন্যতা পূরণ করা সহজ হবে না। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. সাইফুল হুদা, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের আবু, ডা. মো. জিয়াউল হক, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তৈয়ব আলী দুলাল, নাজমা মশির, সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ও আজীবন সদস্য শাহিন খান, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট-এর পরিচালক ডা. সুধা রঞ্জন রায়, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার।
স্মরণ সভার শেষে মরহুমা রেজিনা ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে প্রয়াত নেত্রীর কর্মময় জীবন ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করা হয়।