ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দোহার ও নবাবগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ

শহীদুল ইসলাম শরীফ::

নবাবগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ

গত ১৭ জানুয়ারি, ২০২৫ (শুক্রবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ ও দোহারে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মাশাইল গ্রামের মাঠে হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক।

তিনি তার বক্তব্যে বলেন, “৩১ দফা ঘোষণার মাধ্যমে দেশের নাগরিকদের মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের সংস্কারের কথা বলা হয়েছে। আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে, কারণ আওয়ামী লীগের অনেকে সুবিধা নিতে ঘাপটি মেরে রয়েছেন এবং সুযোগ পেলেই আমাদের ক্ষতি করার চেষ্টা করবেন। বিএনপির ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৈলাইল ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট খায়ের উদ্দিন শিকদার, এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম মৃধা এবং যুবদলের নেতা মো. মনির খান।

একই দিন, খোন্দকার আবু আশফাক দোহার পৌরসভা যুবদলের উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার আলোচনা সভা, লিফলেট বিতরণ, এবং শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানগুলোতে উপস্থিত নেতৃবৃন্দ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সহ-সভাপতি শফিক আহমেদ খন্দকার মাসুদ, ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম নিরব, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক লেলিন আহমেদ রাসেল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহির খান, সাংগঠনিক সম্পাদক মো. আতাউল হক, ইউনিয়ন যুবদলের সভাপতি হাসান মিয়া, কৈলাইল ইউনিয়নের নবনির্বাচিত ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মো. বাবুল।

উপস্থিত নেতাকর্মীরা বিএনপির ৩১ দফার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি শীতবস্ত্র বিতরণে অংশগ্রহণ করেন। দোহার ও নবাবগঞ্জের কর্মসূচিগুলোতে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন এবং উদ্যোগগুলোকে প্রশংসা করেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১২:১২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৫১৯ বার পড়া হয়েছে

দোহার ও নবাবগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ

আপডেট সময় ১২:১২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

গত ১৭ জানুয়ারি, ২০২৫ (শুক্রবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ ও দোহারে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মাশাইল গ্রামের মাঠে হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক।

তিনি তার বক্তব্যে বলেন, “৩১ দফা ঘোষণার মাধ্যমে দেশের নাগরিকদের মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের সংস্কারের কথা বলা হয়েছে। আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে, কারণ আওয়ামী লীগের অনেকে সুবিধা নিতে ঘাপটি মেরে রয়েছেন এবং সুযোগ পেলেই আমাদের ক্ষতি করার চেষ্টা করবেন। বিএনপির ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৈলাইল ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট খায়ের উদ্দিন শিকদার, এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম মৃধা এবং যুবদলের নেতা মো. মনির খান।

একই দিন, খোন্দকার আবু আশফাক দোহার পৌরসভা যুবদলের উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার আলোচনা সভা, লিফলেট বিতরণ, এবং শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানগুলোতে উপস্থিত নেতৃবৃন্দ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সহ-সভাপতি শফিক আহমেদ খন্দকার মাসুদ, ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম নিরব, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক লেলিন আহমেদ রাসেল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহির খান, সাংগঠনিক সম্পাদক মো. আতাউল হক, ইউনিয়ন যুবদলের সভাপতি হাসান মিয়া, কৈলাইল ইউনিয়নের নবনির্বাচিত ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মো. বাবুল।

উপস্থিত নেতাকর্মীরা বিএনপির ৩১ দফার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি শীতবস্ত্র বিতরণে অংশগ্রহণ করেন। দোহার ও নবাবগঞ্জের কর্মসূচিগুলোতে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন এবং উদ্যোগগুলোকে প্রশংসা করেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464