জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের ১ নম্বর বেগুনগ্রাম ওয়ার্ডে জামায়াতে ইসলামী দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) বিকাল সাড়ে ৩টায় এলতা ইকরা হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জিন্দাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান এর সভাপতিত্বে এবং জয়পুরহাট জেলা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী ও ছাত্র শিবির নেতা অ্যাডভোকেট কাইছার আহমদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-০২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এস এম রাশেদুল আলম সবুজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালাই উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল আলিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কালাই উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, জিন্দাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আমিরুল ইসলাম, বেগুনগ্রাম ওয়ার্ড জামায়াতের সভাপতি আল-আমিন ইসলাম
আলোচনা সভা শেষে বেগুনগ্রাম ওয়ার্ডের দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উক্ত ওয়ার্ড ও ইউনিয়নের জামায়াতে ইসলামী দলের নেতাকর্মীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি এলাকার গরিব ও অসহায় মানুষদের জন্য সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।