ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে রাস্তার নিম্নমানের কাজের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

প্রসেনজিৎ চন্দ্র শর্মা,দিনাজপুর::

ছবি: প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

দিনাজপুরের চিরিরবন্দরের গার্মেন্টস মোড় থেকে ভায়া বৈদেশীর হাট পর্যন্ত রাস্তার নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এলাকাবাসী বিক্ষোভ করেছে।

বুধবার (১৫ জানুয়ারি) উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের বৈদেশীর হাট এলাকায় মোঃ রেজা, রতন রায়, রিয়াজ উদ্দিন, বিকাশ চন্দ্র রায়, মজিবর, মজিদ, মাফুর হোসেন, মকবুল হোসেন, আজিম উদ্দিন ও মোঃ জমসেদসহ স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ২০১৮ সালে ১২৭৩০২০১৬ আইডি নং ১৩৯০ মিটার রাস্তা নির্মাণ প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়। কাজটি ১ কোটি ১১ লক্ষ ১৮ হাজার ৭২৭ টাকা ব্যয়ে সম্পন্ন করার দায়িত্ব পান ঠাকুরগাঁও জেলার হাজীপাড়া গ্রামের ঠিকাদার মোঃ রজব আলী। প্রকল্পের সমাপ্তি সময়সীমা ছিল ২০২০ সাল।

তবে এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার সামান্য কিছু কাজ করার পর কাজ বন্ধ করে চলে যান। স্থানীয়দের চাপে ২০২৩ সালে পুনরায় কাজ শুরু হয় এবং তড়িঘড়ি করে তা সমাপ্ত করা হয়।

এলাকাবাসীর দাবি, রাস্তার দুই পাশ ভেঙে পড়েছে, পিচের পরিবর্তে পোড়া মবিল ব্যবহার করা হয়েছে। ১০ দিনের মধ্যেই রাস্তার খোয়া ও পোড়া মবিল সরে গিয়ে মাটি বেরিয়ে পড়েছে। স্থানীয়রা জানান, রাস্তার নির্মাণকাজ ছিল নিম্নমানের, যা স্থায়িত্বহীন।

এলাকাবাসী অবিলম্বে রাস্তার কাজ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবং পুনরায় সঠিকভাবে রাস্তা নির্মাণের দাবি জানায়। তারা জেলা প্রশাসন ও স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৫২৩ বার পড়া হয়েছে

চিরিরবন্দরে রাস্তার নিম্নমানের কাজের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

আপডেট সময় ০৬:২৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

দিনাজপুরের চিরিরবন্দরের গার্মেন্টস মোড় থেকে ভায়া বৈদেশীর হাট পর্যন্ত রাস্তার নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এলাকাবাসী বিক্ষোভ করেছে।

বুধবার (১৫ জানুয়ারি) উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের বৈদেশীর হাট এলাকায় মোঃ রেজা, রতন রায়, রিয়াজ উদ্দিন, বিকাশ চন্দ্র রায়, মজিবর, মজিদ, মাফুর হোসেন, মকবুল হোসেন, আজিম উদ্দিন ও মোঃ জমসেদসহ স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ২০১৮ সালে ১২৭৩০২০১৬ আইডি নং ১৩৯০ মিটার রাস্তা নির্মাণ প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়। কাজটি ১ কোটি ১১ লক্ষ ১৮ হাজার ৭২৭ টাকা ব্যয়ে সম্পন্ন করার দায়িত্ব পান ঠাকুরগাঁও জেলার হাজীপাড়া গ্রামের ঠিকাদার মোঃ রজব আলী। প্রকল্পের সমাপ্তি সময়সীমা ছিল ২০২০ সাল।

তবে এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার সামান্য কিছু কাজ করার পর কাজ বন্ধ করে চলে যান। স্থানীয়দের চাপে ২০২৩ সালে পুনরায় কাজ শুরু হয় এবং তড়িঘড়ি করে তা সমাপ্ত করা হয়।

এলাকাবাসীর দাবি, রাস্তার দুই পাশ ভেঙে পড়েছে, পিচের পরিবর্তে পোড়া মবিল ব্যবহার করা হয়েছে। ১০ দিনের মধ্যেই রাস্তার খোয়া ও পোড়া মবিল সরে গিয়ে মাটি বেরিয়ে পড়েছে। স্থানীয়রা জানান, রাস্তার নির্মাণকাজ ছিল নিম্নমানের, যা স্থায়িত্বহীন।

এলাকাবাসী অবিলম্বে রাস্তার কাজ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবং পুনরায় সঠিকভাবে রাস্তা নির্মাণের দাবি জানায়। তারা জেলা প্রশাসন ও স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464