ঘোড়াঘাটে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দোকান পুড়ে ছাই, ক্ষতি ৬ লক্ষ টাকা
প্রসেনজিৎ চন্দ্র শর্মা,দিনাজপুর::
ছবি: ঘোড়াঘাটে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দোকান
দিনাজপুরের ঘোড়াঘাটে একটি মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আগুন লেগে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে, যখন ব্যবসায়ীরা দিনের কাজ শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলেন। রাতের গভীরে হঠাৎ করে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা “আগুন, আগুন” বলে চিৎকার শুরু করে এবং মসজিদের মাইকিং এর মাধ্যমে আশপাশের মানুষদের সতর্ক করা হয়।
তৎক্ষণাৎ স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলেও আগুনের তীব্রতা এতটাই ছিল যে, পুলিশ ও ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়। তবে ততক্ষণে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, পুরাতন বাজারে অবস্থিত দোকানটি মুদি দোকান হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।