ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গরু চুরি করতে গিয়ে মোবাইল ফেলে গেল চোরের দল

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি::

ছবি: প্রতিকী

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সি পাড়ায় রোববার গভীর রাতে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। তবে চোরের দল ঘটনাস্থলে একটি মোবাইল ফোন ফেলে গেছে।

গরুর মালিক কৃষক রফিক আহমদ জানান, রাতে গরু দুটি খাবার খাইয়ে পাশের গোয়ালঘরে রেখে শিকল ও তালা লাগিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি, গোয়ালঘরের শিকল ও তালা কাটা। ভেতরে ঢুকে দেখি গরু দুটি নেই। তবে একটি মোবাইল ফোন পাওয়া গেছে, যা সম্ভবত চুরির সময় চোরের দল ফেলে গেছে।

গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন রফিক আহমদ। অভিযোগ আমলে নিয়ে পূর্বগুজরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ দিপদাশ রায়কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ মোবাইল ফোনটির সূত্র ধরে চোর সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, মোবাইল ফোনটি প্রযুক্তি ব্যবহার করে ট্র্যাক করা হচ্ছে। এটি চোরদের শনাক্তকরণে সহায়ক হতে পারে বলে আশা করা হচ্ছে।

এ ধরনের চুরির ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা চোরদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
৫৭৩ বার পড়া হয়েছে

গরু চুরি করতে গিয়ে মোবাইল ফেলে গেল চোরের দল

আপডেট সময় ০৬:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সি পাড়ায় রোববার গভীর রাতে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। তবে চোরের দল ঘটনাস্থলে একটি মোবাইল ফোন ফেলে গেছে।

গরুর মালিক কৃষক রফিক আহমদ জানান, রাতে গরু দুটি খাবার খাইয়ে পাশের গোয়ালঘরে রেখে শিকল ও তালা লাগিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি, গোয়ালঘরের শিকল ও তালা কাটা। ভেতরে ঢুকে দেখি গরু দুটি নেই। তবে একটি মোবাইল ফোন পাওয়া গেছে, যা সম্ভবত চুরির সময় চোরের দল ফেলে গেছে।

গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন রফিক আহমদ। অভিযোগ আমলে নিয়ে পূর্বগুজরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ দিপদাশ রায়কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ মোবাইল ফোনটির সূত্র ধরে চোর সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, মোবাইল ফোনটি প্রযুক্তি ব্যবহার করে ট্র্যাক করা হচ্ছে। এটি চোরদের শনাক্তকরণে সহায়ক হতে পারে বলে আশা করা হচ্ছে।

এ ধরনের চুরির ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা চোরদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।