সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. পুরনজিত মহালদারের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদার সোমবার রাতে মারা গেছেন। রাত ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
জানা গেছে, ড. পুরনজিত মহালদার তার মেয়ে স্কুল থেকে আনতে যাওয়ার সময় এ দুর্ঘটনায় পড়েন। তিনি রাস্তার পাশে চলন্ত একটি ট্রাকের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় বালুতে স্লিপ করে তিনি পড়েন এবং তার মাথা প্রথমে পড়ে। দুর্ঘটনার পর বেশ কিছু দূর গড়ানো অবস্থায় সড়কের ওপর থাকা রোড নির্দেশক লাইটে তার মাথা ও হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি ডিপ কোমায় চলে যান এবং পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
ড. পুরনজিত মহালদারের অকাল মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুতে শিক্ষা জগতে এক বিশাল ক্ষতি সাধিত হলো, বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।