লাখাইয়ে যান্ত্রিক উপায়ে সমলয় পদ্ধতিতে চারা রোপণের উদ্বোধন
লাখাই উপজেলার বামৈ ইউনিয়নে ২০২৪-২০২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সমলয় পদ্ধতিতে যান্ত্রিক উপায়ে ধানের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বামৈ মারুগাছ দক্ষিণ মাঠে ৫০ একর জমিতে রাইস ট্র্যান্স প্লান্টারের মাধ্যমে এই চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মুজিবুর রহমান।
এ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান স্বাগত বক্তব্য দেন এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাসেম, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, কৃষি কর্মকর্তা টিপু ফরাজি সহ স্থানীয় উদ্যোক্তা কৃষক মুক্তার হোসেনসহ অনেকে আলোচনা করেন।
প্রধান অতিথি ড. মুজিবুর রহমান বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য যান্ত্রিক পদ্ধতির চাষাবাদ অত্যন্ত প্রয়োজনীয়। লাখাই এখন যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদে শতভাগ সফল হতে কাজ করছে। সমলয় পদ্ধতিতে চাষাবাদ ফলন বাড়ানোর পাশাপাশি শ্রমিক সংকট কমিয়ে উৎপাদন ব্যয়ও হ্রাস পাচ্ছে, যা কৃষকদের জন্য লাভজনক হচ্ছে।
তিনি আরও বলেন, এই চাষাবাদ পদ্ধতির মাধ্যমে তরুণ কৃষকদের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে এবং এটা কৃষির আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উদ্বোধন অনুষ্ঠানের পর দিনব্যাপী উত্তম কৃষি চর্চা (GAP) শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়, যেখানে কৃষক-কৃষাণীদের হাতে সনদ তুলে দেন ড. মোহাম্মদ মুজিবুর রহমান।