খুলনার ১২ নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, “যখনই জনগণ নির্যাতিত এবং নিপীড়িত হয়, তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়ায়।” তিনি বলেন, জিয়াউর রহমান বীর উত্তম একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে স্বৈরাচারের অবসান ঘটিয়েছিলেন। বিএনপির জন্মই হয়েছে নিপীড়িত এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
বিএনপি নেতা শীতার্তদের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মী এবং বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে বলেন, “এই শীতে গরীব অসহায় মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্টে আছে। শীতে তাদের কষ্ট লাগানোর জন্য বিএনপি সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও দেশের সামর্থবানদের সাহায্যে এগিয়ে আসা জরুরি।” তিনি আরও বলেন, “দেশের নিম্ন আয়ের এবং ফুটপাথবাসী মানুষের জন্য শীতবস্ত্র অত্যন্ত প্রয়োজনীয়, এবং যদি সমাজের বিত্তবান ও মানবিক বোধ সম্পন্ন ব্যক্তিরা সাহায্যে এগিয়ে না আসেন, তাহলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।”
১৩ জানুয়ারি ২০২৫ বিকালে নগরীর খালিশপুর থানা অন্তর্গত ১২ নং ওয়ার্ডের বিহারী ক্যাম্পে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, স ম আব্দুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস এবং বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।