ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক এমপি বদিকে পুলিশি প্রটেকশনের অভাবে চট্টগ্রাম আদালতে হাজির করা যায়নি

মিজানুর রহমান,চট্টগ্রাম::

ছবি: এমপি বদি

২০০৭ সালে গোপন সম্পদ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় গ্রেপ্তারকৃত আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুর রহমান বদিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। আজ রোববার (১২ জানুয়ারি) চট্টগ্রাম আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও পুলিশি প্রটেকশনের অভাবে তাকে চট্টগ্রামে আনা সম্ভব হয়নি।

ফলে আদালত সাক্ষ্যগ্রহণের তারিখ পরিবর্তন করে আগামী ১৩ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন। এছাড়া সাক্ষ্য দিতে আসা ঢাকা ব্যাংক কক্সবাজার শাখার সাবেক ম্যানেজার সৈয়দ মফিজ উদ্দিন আহম্মদসহ অন্যান্য সাক্ষীরা ফিরে গেছেন।

দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) কাজী ছানোয়ার আহমেদ লাভলু জানিয়েছেন, আজ তিনজন ব্যাংক কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের কথা ছিল। তবে আসামি বদিকে আদালতে হাজির না করায় তা সম্ভব হয়নি।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আবদুল্লাহ-আল-মামুন চট্টগ্রাম আদালতকে চিঠি দিয়ে জানিয়েছেন, বদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে প্রটেকশনের জন্য চাহিদাপত্র পাঠানো হলেও তা পাওয়া যায়নি।

দুদক সূত্রে জানা যায়, ২০০৭ সালে ৪৩ লাখ ৪৩ হাজার ৯৯৪ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৬৬ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আবদুর রহমান বদিকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় বদিকে মাদক চোরাচালানের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার পরিবারের আরও ২৬ জনের নামও এই তালিকায় রয়েছে।

গত বছরের ২৪ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে র‌্যাব-৭ এর অভিযানে বদিকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশি প্রটেকশনের অভাবে বর্তমানে তার মামলার কার্যক্রম বিলম্বিত হচ্ছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
৫২১ বার পড়া হয়েছে

সাবেক এমপি বদিকে পুলিশি প্রটেকশনের অভাবে চট্টগ্রাম আদালতে হাজির করা যায়নি

আপডেট সময় ০৪:৩৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

২০০৭ সালে গোপন সম্পদ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় গ্রেপ্তারকৃত আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুর রহমান বদিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। আজ রোববার (১২ জানুয়ারি) চট্টগ্রাম আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও পুলিশি প্রটেকশনের অভাবে তাকে চট্টগ্রামে আনা সম্ভব হয়নি।

ফলে আদালত সাক্ষ্যগ্রহণের তারিখ পরিবর্তন করে আগামী ১৩ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন। এছাড়া সাক্ষ্য দিতে আসা ঢাকা ব্যাংক কক্সবাজার শাখার সাবেক ম্যানেজার সৈয়দ মফিজ উদ্দিন আহম্মদসহ অন্যান্য সাক্ষীরা ফিরে গেছেন।

দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) কাজী ছানোয়ার আহমেদ লাভলু জানিয়েছেন, আজ তিনজন ব্যাংক কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের কথা ছিল। তবে আসামি বদিকে আদালতে হাজির না করায় তা সম্ভব হয়নি।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আবদুল্লাহ-আল-মামুন চট্টগ্রাম আদালতকে চিঠি দিয়ে জানিয়েছেন, বদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে প্রটেকশনের জন্য চাহিদাপত্র পাঠানো হলেও তা পাওয়া যায়নি।

দুদক সূত্রে জানা যায়, ২০০৭ সালে ৪৩ লাখ ৪৩ হাজার ৯৯৪ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৬৬ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আবদুর রহমান বদিকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় বদিকে মাদক চোরাচালানের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার পরিবারের আরও ২৬ জনের নামও এই তালিকায় রয়েছে।

গত বছরের ২৪ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে র‌্যাব-৭ এর অভিযানে বদিকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশি প্রটেকশনের অভাবে বর্তমানে তার মামলার কার্যক্রম বিলম্বিত হচ্ছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464