দিনাজপুরে শীতের তীব্রতা বাড়ছে, শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ অব্যাহত
প্রসেনজিৎ চন্দ্র শর্মা,দিনাজপুর::
ছবি: তীব্র কুয়াশা
দিনাজপুরের জনজীবন শীতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) সকালে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ এবং বাতাসের গতি ঘন্টায় ৩ কিলোমিটার।
গত দুই দিনে জেলায় তাপমাত্রা ক্রমশ কমছে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা সূর্যের আলো কিছুটা স্বস্তি দিলেও বিকেলের পর থেকেই হিমেল হাওয়ায় কনকনে শীত নেমে আসে।
দিনাজপুরে চলমান মৃদু শৈত্যপ্রবাহের প্রভাব কয়েক দিন অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। শীতের প্রকোপে বিপর্যস্ত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ চলছে।
শুক্রবার চাল-কল মালিক সমিতি শীতার্তদের মধ্যে ৫ হাজার কম্বল, ৫ হাজার সুয়েটার ও জ্যাকেট, এবং ২ হাজার শিশু পোশাক বিতরণ করেছে। এছাড়া দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জেলার বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
অবিরাম শীতের তীব্রতায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় প্রশাসন ও স্থানীয় সংগঠনগুলো তাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে।