বাগেরহাট জেলার রামপাল উপজেলার হাতিরবেড়ে জমি জোরপূর্বক দখলের অভিযোগে তিথি মন্ডল এবং তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সুলতানিয়া জেএল ৭৭ নং মৌজার এসএ ৯৯ খতিয়ানের ১৬.৩২ একর জমির মধ্যে ৮.১৬ একর জমি ১৯৩৭ সালে নিলামে ক্রয় করেন মুন্সি কামাল উদ্দিন শেখ এবং আনন্দময়ী বালা। দীর্ঘ বছর ধরে ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন তাদের ওয়ারিশগণ।
তবে, অভিযোগ উঠেছে যে, আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আসার পর তিথি মন্ডল এবং তার সহযোগীরা জোরপূর্বক জমির মাটি কেটে পুকুর খনন করে লাখ লাখ টাকার মাটি বিক্রি করেছেন এবং মাছ চাষ শুরু করেছেন। এই জমি দখল করে রাখার জন্য তারা বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছিলেন, তবে তা প্রমাণিত হয়নি।
এ বিষয়ে ভুক্তভোগী ফিরোজ মল্লিক জানান, তিনি দীর্ঘদিন ধরে কামাল উদ্দিন শেখের কাছ থেকে পাওয়ারনামা নিয়ে জমি দেখাশোনা করে আসছিলেন এবং এখন তিথি মন্ডল জমি দখলের চেষ্টা করছেন।
তিথি মন্ডল তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ওই জমির মালিক এবং তার নামে বিআরএস রেকর্ড রয়েছে, তবে তিনি মালিকানা সংক্রান্ত কোনো দলিল দেখাতে পারেননি।
রামপাল থানার ওসি মো. সেলিম রেজা জানান, সহকারী কমিশনারের মাধ্যমে শালিস করে উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে এবং শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।