ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মেয়র নাদের বখ্তসহ পাঁচ নেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর

মোঃ মোশফিকুর রহমান স্বপন; সুনামগঞ্জ::

ছবি: চেকপোস্ট

সুনামগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র নাদের বখ্তসহ স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২ জানুয়ারি) সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র এই আদেশ দেন।

আসামিরা হলেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র নাদের বখ্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহারুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মসিবুর রহমান ।

মঙ্গলবার সকাল ১১টায় শুনানি শেষে বিচারক পাঁচ আসামির প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, একই মামলায় গ্রেপ্তার হওয়া শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট অবনী মোহন দাসের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতে হাজির করে এ আবেদন করা হয়। তার আইনজীবীরা জামিনের আবেদন করলে বিচারক বুধবার (৩ জানুয়ারি) রিমান্ড ও জামিন শুনানির দিন ধার্য করেন।

গত ৪ আগস্ট সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলী আহত হন। তার ভাই হাফিজ আহমদ ২ সেপ্টেম্বর ৯৯ জনের নামোল্লেখ করে ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এই মামলায় ইতোমধ্যে সাবেক মন্ত্রী এমএ মান্নান, সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২০ জন গ্রেপ্তার হয়েছেন। তবে কিছু নেতা জামিনে মুক্তি পেয়েছেন।

গত ২৯ ডিসেম্বর নাদের বখ্তসহ পাঁচ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর আকবর আলী এবং আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম ও খায়রুল কবির রুমেন আদালতের এই আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
৫১৩ বার পড়া হয়েছে

মেয়র নাদের বখ্তসহ পাঁচ নেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় ০৫:১৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

সুনামগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র নাদের বখ্তসহ স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২ জানুয়ারি) সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র এই আদেশ দেন।

আসামিরা হলেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র নাদের বখ্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহারুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মসিবুর রহমান ।

মঙ্গলবার সকাল ১১টায় শুনানি শেষে বিচারক পাঁচ আসামির প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, একই মামলায় গ্রেপ্তার হওয়া শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট অবনী মোহন দাসের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতে হাজির করে এ আবেদন করা হয়। তার আইনজীবীরা জামিনের আবেদন করলে বিচারক বুধবার (৩ জানুয়ারি) রিমান্ড ও জামিন শুনানির দিন ধার্য করেন।

গত ৪ আগস্ট সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলী আহত হন। তার ভাই হাফিজ আহমদ ২ সেপ্টেম্বর ৯৯ জনের নামোল্লেখ করে ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এই মামলায় ইতোমধ্যে সাবেক মন্ত্রী এমএ মান্নান, সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২০ জন গ্রেপ্তার হয়েছেন। তবে কিছু নেতা জামিনে মুক্তি পেয়েছেন।

গত ২৯ ডিসেম্বর নাদের বখ্তসহ পাঁচ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর আকবর আলী এবং আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম ও খায়রুল কবির রুমেন আদালতের এই আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464