ছাত্রলীগ নেতার ভারত যাওয়ার পথে গ্রেফতার
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ইমিগ্রেশন চেকপোস্টে শাহাজাদা (৩২) নামে এক পাসপোর্ট যাত্রীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে সৈয়দপুর থানায় রাজনৈতিক জ্বালাও-পোড়াও মামলার তথ্য প্রাপ্তি সাপেক্ষে তাকে আটক করা হয়।
রবিবার (৫ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় পাসপোর্ট জমা দিলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। এরপর ইমিগ্রেশন পুলিশ শাহাজাদাকে হাকিমপুর থানায় সোপর্দ করে।
হিলি ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফ হোসেন জানান, “শাহাজাদা নামে এক পাসপোর্ট যাত্রী ভারতে যাওয়ার চেষ্টা করছিল। তথ্য যাচাই করে জানা যায়, তার বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা রয়েছে। পরবর্তীতে তাকে আটক করে হাকিমপুর থানায় পাঠানো হয়েছে।”
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সুজন মিঞা বলেন, “আটক ব্যক্তিকে বিকেলে থানায় নিয়ে আসা হয়। সৈয়দপুর থানার পুলিশের সঙ্গে যোগাযোগের পর তাদের কাছে শাহাজাদাকে হস্তান্তর করা হয়েছে।”
উল্লেখ্য, শাহাজাদা ছাত্রলীগের একজন নেতা হিসেবে পরিচিত। তার গ্রেফতারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।