হবিগঞ্জ প্রেসক্লাব সংস্কারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
হবিগঞ্জ প্রেসক্লাবের সংস্কারের দাবিতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনের সামনে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন অন্তত ৩০ জন সাংবাদিক।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ প্রেসক্লাবে কয়েকজন স্বার্থান্বেষী ব্যক্তি সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ প্রভাব বিস্তার করে আসছেন। তাদের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি প্রেসক্লাবকে একটি অস্থির ও অগঠিত প্রতিষ্ঠানে পরিণত করেছে।
বক্তারা আরও বলেন, “অবৈধ নেতৃত্বের কারণে জেলায় কর্মরত বহু সাংবাদিক প্রেসক্লাবের সদস্যপদ থেকে বঞ্চিত হচ্ছেন। এটি জেলার সাংবাদিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে। আমরা প্রেসক্লাবের অবিলম্বে সংস্কার এবং সকল সাংবাদিকদের সদস্যপদ অন্তর্ভুক্তির দাবি জানাই।”
সংস্কার না করা হলে আগামী বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠনে বাধা দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সহিবুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন দীপ্ত টিভির হবিগঞ্জ প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়।
এছাড়া বক্তব্য রাখেন এখন টেলিভিশনের কাজল সরকার, দৈনিক আমার সংবাদের মীর আব্দুল কাদির, বাংলাদেশ সমাচারের আব্দুল হান্নান চৌধুরী টিপু, আমার বার্তার সিরাজুল ইসলাম জীবন, মাই টিভির নিরঞ্জন গোস্বামী শুভ, দেশ টিভির আমীর হামজা, এশিয়ান টিভির জাহাঙ্গীর রহমান, আনন্দ টিভির শেখ শাহাউর রহমান বেলাল, চ্যানেল এস-এর মোঃ আলফু মিয়া, দৈনিক সংবাদের মোহাম্মদ শাহ আলমসহ অনেকেই।
সাংবাদিকরা বলেন, হবিগঞ্জ প্রেসক্লাবকে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও সকলের জন্য উন্মুক্ত প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হলে দ্রুত সংস্কার প্রয়োজন।