ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনা রোধে শ্রীমঙ্গলে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার::

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সাতগাঁও হাইওয়ে থানার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সার্কেল সহকারী মির্জা মো. সাইফুদ্দিন, শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী।

এসময় আরও বক্তব্য দেন মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান চৌধুরী ফারুক, সাধারণ সম্পাদক আবু নাসের শাহীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম ও মাহিন হাসান, দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. জামাল মিয়া, শ্রীমঙ্গল উপজেলা অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মো. সালাউদ্দিন, ভাদেশ্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি সৈয়দ আখলাক উদ্দীন মনসুর, দৈনিক আমার দেশ প্রতিনিধি কাজী গোলাম কিবরিয়া এবং দৈনিক রূপালী বাংলাদেশ প্রতিনিধি কাওসার আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, “শ্রীমঙ্গল থানার লছনা বাজার থেকে হবিগঞ্জ জেলার বাহুবল থানার কামাইছড়া পুলিশ ফাঁড়ি পর্যন্ত প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার পাহাড়ি আঁকাবাঁকা আঞ্চলিক মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশের টহল টিম বৃদ্ধি করা হয়েছে।”

তিনি আরও জানান, শ্রীমঙ্গল ও বাহুবল থানা এবং কামাইছড়া পুলিশ ফাঁড়ির সমন্বয়ে নিয়মিত রাত্রীকালীন টহল জোরদার করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়ন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং পাহাড়ি এলাকায় সৌরবিদ্যুৎচালিত স্ট্রিট লাইট স্থাপন করা গেলে ডাকাতি প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক রাখা সম্ভব হবে।”

সভায় তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকল যানবাহন চালককে প্রচলিত সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানান এবং সকল যানবাহনের কাগজপত্র নিয়মিত হালনাগাদ রাখার পরামর্শ দেন।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৩৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
৫৫২ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনা রোধে শ্রীমঙ্গলে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

আপডেট সময় ১০:৩৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সাতগাঁও হাইওয়ে থানার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সার্কেল সহকারী মির্জা মো. সাইফুদ্দিন, শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী।

এসময় আরও বক্তব্য দেন মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান চৌধুরী ফারুক, সাধারণ সম্পাদক আবু নাসের শাহীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম ও মাহিন হাসান, দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. জামাল মিয়া, শ্রীমঙ্গল উপজেলা অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মো. সালাউদ্দিন, ভাদেশ্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি সৈয়দ আখলাক উদ্দীন মনসুর, দৈনিক আমার দেশ প্রতিনিধি কাজী গোলাম কিবরিয়া এবং দৈনিক রূপালী বাংলাদেশ প্রতিনিধি কাওসার আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, “শ্রীমঙ্গল থানার লছনা বাজার থেকে হবিগঞ্জ জেলার বাহুবল থানার কামাইছড়া পুলিশ ফাঁড়ি পর্যন্ত প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার পাহাড়ি আঁকাবাঁকা আঞ্চলিক মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশের টহল টিম বৃদ্ধি করা হয়েছে।”

তিনি আরও জানান, শ্রীমঙ্গল ও বাহুবল থানা এবং কামাইছড়া পুলিশ ফাঁড়ির সমন্বয়ে নিয়মিত রাত্রীকালীন টহল জোরদার করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়ন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং পাহাড়ি এলাকায় সৌরবিদ্যুৎচালিত স্ট্রিট লাইট স্থাপন করা গেলে ডাকাতি প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক রাখা সম্ভব হবে।”

সভায় তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকল যানবাহন চালককে প্রচলিত সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানান এবং সকল যানবাহনের কাগজপত্র নিয়মিত হালনাগাদ রাখার পরামর্শ দেন।