জনবান্ধব এসিল্যান্ড আফতাব আহমেদের বদলি প্রত্যাহারের দাবিতে রামপালে মানববন্ধন
বাগেরহাটের রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদের বদলি আদেশ প্রত্যাহার ও তাঁকে পুনর্বহালের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিসের সামনে রামপালবাসীর আয়োজনে এ কর্মসূচি হয়।
বিএনপি, জামায়াত, এনসিপি নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মানববন্ধনে অংশ নেন। পরে জনপ্রশাসন উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়-দায়িত্ব গ্রহণের পর থেকে এসিল্যান্ড আফতাব আহমেদ ভূমি অফিসে দুর্নীতি ও দালালচক্রের দৌরাত্ম্য হ্রাস করেছেন, সেবা প্রত্যাশীদের দ্রুত সেবা প্রদান করেছেন এবং ভূমি বিরোধ নিষ্পত্তি ও ভদ্র আচরণের মাধ্যমে রামপালবাসীর আস্থা অর্জন করেছেন।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. শেরওয়ান শেখ, এনসিপি নেতা মাজেদুর রহমান জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি।
স্থানীয় ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, “তিনি আমাদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধান দেন। এমন কর্মকর্তা রামপালে আগে আসেননি।” শিক্ষিকা সালমা বেগম বলেন, “সবার জন্য সমান আচরণ করেন, আমরা চাই তিনি এখানেই থাকুন।”
স্থানীয়দের মতে, রামপালে কোনো কর্মকর্তার বদলি ঠেকাতে এটি প্রথম সম্মিলিত উদ্যোগ। তাঁরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে দাবি জানিয়েছেন, উন্নয়ন ও জনসেবায় অবদান রাখা এই কর্মকর্তাকে বহাল রাখতে হবে, নতুবা নিয়মতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাবেন।