ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

এম এ ওয়াহেদ, লাখাই::

দুই আসামি

লাখাই থানা পুলিশের পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের পলাতক আসামি বাদশা মিয়ার ছেলে রায়হান মিয়া (২১) এবং বামৈ গ্রামের মৃত মুতি মিয়ার ছেলে নিয়মিত মামলার আসামি মোঃ হামিদ মিয়া (৪৮)।

থানা সূত্রে জানা যায়, বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম মোল্লা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আবেদ আলী তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। নিয়মিত মামলার আসামি এবং পলাতক আসামিদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন তারা।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের এ অভিযান নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন তৎপরতা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
৫৭৫ বার পড়া হয়েছে

লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৬:২৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

লাখাই থানা পুলিশের পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের পলাতক আসামি বাদশা মিয়ার ছেলে রায়হান মিয়া (২১) এবং বামৈ গ্রামের মৃত মুতি মিয়ার ছেলে নিয়মিত মামলার আসামি মোঃ হামিদ মিয়া (৪৮)।

থানা সূত্রে জানা যায়, বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম মোল্লা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আবেদ আলী তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। নিয়মিত মামলার আসামি এবং পলাতক আসামিদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন তারা।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের এ অভিযান নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন তৎপরতা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।