বাগেরহাটের খানপুর ইউপির ৯টি ওয়ার্ডে বিএনপি’র সম্মেলন সফলভাবে সম্পন্ন
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৯টি ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে বিজয়ী হয়েছেন। ভোট শেষে প্রিজাইডিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন।
ওয়ার্ড ভিত্তিক ফলাফল:
১নং ওয়ার্ড- সভাপতি: আবুল হোসেন (১১৭ ভোট), সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী), ২নং ওয়ার্ড সভাপতি কাজী জাহিদুল হক (৭২ ভোট), সাধারণ সম্পাদক: শামীম হাওলাদার (৭৪ ভোট), ৩নং ওয়ার্ড সভাপতি মনিরুজ্জামান মনি (৫৮ ভোট), সাধারণ সম্পাদক মো. আজিজুল শেখ (৬৯ ভোট), ৪নং ওয়ার্ড সভাপতি মো. আজিজ খান (৮০ ভোট), সাধারণ সম্পাদক মোস্তাক আলী (৫৫ ভোট), ৫নং ওয়ার্ড সভাপতি মহব্বত আলী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ৬নং ওয়ার্ড সভাপতি আলম শেখ, সাধারণ সম্পাদক বাচ্চু শেখ ৭নং ওয়ার্ড সভাপতি হারুন শেখ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ৮নং ওয়ার্ড সভাপতি লিটন শেখ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ৯নং ওয়ার্ড সভাপতি মো. ওহিদুজ্জামান, সাধারণ সম্পাদক মাহাতাব শেখ।
বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম বলেন, “শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন, তারা দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তৃণমূলের কর্মীরা যদি এভাবে ঐক্যবদ্ধ থাকে, তবে আমরা যেকোনো অপশক্তিকে রাজপথে মোকাবিলা করতে সক্ষম হব।”
এ সম্মেলনের মাধ্যমে খানপুর ইউনিয়নে বিএনপি’র নতুন নেতৃত্ব গঠিত হলো, যারা দলকে তৃণমূল থেকে আরও সংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।