৫ টি পরিবার আগুনে পুড়ে সর্বহারা
পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বিদ্যা ভিটা গ্রামে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা টি ঘটে।আজ( ২২)তারিখ সকাল আনুমানিক ৬টায় আগুনের সূত্র পাত হয় বলে জানা যায়। এতে ৫টি পরিবারের আসবাবপত্র, বসতবাড়ী,নগত টাকা -পয়সা, কাপড় চোপর, জমির কাগজ পাতি, সোনা ও রুপা সহ বিশ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়।ক্ষতিগস্থ পরিবার শাহাজাহান, সহিদুল ইসলাম, সুয়েল,জলিল,ও আজিমুল।
জানা যায় সকালে ভাত রান্নার সময় আগুন টি শুকনো পাতায় লেগে ছড়িয়ে পড়ে । তাত্ক্ষণিক ঘরের মধ্যে শুকনো পাতা ওকাঠে আগুন ছড়িয়ে পড়ে। পাঁচ টি পরিবারের ঘর এক সাথে হওয়াতে আগুন টি সব ঘরে ছড়িয়ে পড়ে। বসত বাড়িটি আগুনে পুড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়।
এসময় আগুনের ব্যাপকতা দেখে এলাকার লোক জন এগিয়ে আসে। এবং পঞ্চগড় ফায়ার সার্ভিস কে তাৎক্ষণিক খবর দেওয়া হয়।পরে ঘটনা স্থালে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা যায় আগুনে পুড়ে যাওয়ার খবর শুনে ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ দলীয় নেতাগণ ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দিতে ছুটে আসেন।
এসময় উপস্থিত ছিলেন অমর খানা ইউনিয়নের বিএনপির ইউনিয়ন সভাপতি বেশ কয়েকজন নেতাকর্মী রা।পরে আর্থিক ও অনুদান প্রদান করেন। জামাতের ইউনিয়ন সভাপতি মোঃ শফিকুল ইসলাম তিনি শুকনো খাবারের ব্যবসথা করেন।ইউপি চেয়ারম্যান কাপড়ের ব্যবস্থা করেন। বিএনপির ইউনিয়ন সভাপতি আবু মায়েদ মুকুট সরকার ও সেক্রেটারি নাজমুল হক দেড়বান টিন দেওয়ার প্রতিসুতি প্রদান করেন।ক্ষতিগস্থ পরিবারের পাশে এলাকাবাসী চাউল ও অর্থ দিয়ে সহায়তা প্রদান করেন