হবিগঞ্জ জেলার সদর মডেল থানা ও পুলিশ অফিস হিসাব শাখার অর্ধ বার্ষিক পরিদর্শন
গতকাল রবিবার সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আজিজুল ইসলাম হবিগঞ্জ জেলার সদর মডেল থানা ও হবিগঞ্জ পুলিশ অফিস হিসাব শাখার অর্ধ বার্ষিক পরিদর্শন করেন।
অতিরিক্ত ডিআইজি সিলেট রেঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
সালাম ও অভিবাদন গ্রহণ শেষে অতিরিক্ত ডিআইজি হবিগঞ্জ সদর মডেল থানা ও পুলিশ অফিস হিসাব শাখার বিভিন্ন রেজিস্ট্রার, পত্রাদি এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
ট্যাগস :