হবিগঞ্জের মাধবপুরে তিন ফসলি জমিতে অবৈধ বালু উত্তোলন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামের দক্ষিণ পাশের হাওরের তিন ফসলী ধানের জমিতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আন্দিউরা ইউনিয়নের মীরনগর গ্রামের মো. মিজান মিয়া ও স্থানীয় লুৎফুর রহমান ড্রেজার মেশিন দিয়ে সারা বছর অবৈধ বালু উত্তোলন করে আসছেন। এতে করে ফসলী জমির ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে।
এছাড়া পার্শ্ববর্তী জমির মালিকরা তাদের জমির ভাঙন নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন।
ড্রেজার মালিক মিজান প্রতিবেদককে বলেন, “প্রশাসন হাতে থাকলে অনুমোদন প্রয়োজন নেই।”
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জানান, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগস :