“স্বপ্ন গড়ার অঙ্গীকারে মাধবপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত”
“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম। সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. পেয়ারা বেগম।
সভায় স্বাগত বক্তব্য দেন প্রেমদাময়ী হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারদিয়া রহমান উম্মে সালমা। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইসমাঈল তালুকদার রাহি, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল, চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, এবং সাবেক ছাত্র সমন্বয়ক তানজিল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক আলমগীর কবিরের কন্যা আতিয়া কবির। পরে উপস্থিত সব কন্যাশিশুকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বক্তারা বলেন, কন্যাশিশুদের নিরাপত্তা, শিক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। আজকের কন্যাশিশুই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদের স্বপ্নপূরণের পথ সুগম করতে হবে পরিবার ও সমাজকেই।










