ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে হান্নান বাহিনীর ৭ জলদস্যু অস্ত্রসহ আটক

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::

সুন্দরবনে দুর্ধর্ষ বনদস্যু হান্নান বাহিনীর প্রধান হান্নান শেখসহ ৭ জলদস্যুকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে মোংলা কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কোস্ট গার্ডের গোয়েন্দা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হান্নান বাহিনী সুন্দরবনের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। গত ২৬ ফেব্রুয়ারি বাহিনীটি ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করবে এমন তথ্য পেয়ে কোস্ট গার্ডের একটি বিশেষ দল রাতে বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাহিনী প্রধান মো. হান্নান শেখসহ ৫ সহযোগীকে আটক করা হয়। পরে হান্নানের দেওয়া তথ্যের ভিত্তিতে রামপাল থানাধীন বাঁশতলী এলাকা থেকে আরও এক সহযোগী মো. হাবিবুর রহমানকে ২টি একনলা বন্দুক ও ৩টি রামদাসহ গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, হান্নান বাহিনীর সদস্যদের মাসিক ৪০ হাজার টাকা করে বেতন দেওয়া হতো। আটক ডাকাতরা হলেন— মো. হান্নান শেখ (৬৫), মো. রেজাউল শেখ (৫৩), শেখ মো. কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মো. আবু তালেব খান (৪৭), মো. হোসেন আলী শেখ (৫৫) এবং মো. হাবিবুর রহমান (৫৫)। এদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

জব্দকৃত অস্ত্রসহ আটক জলদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের পশ্চিম জোনের অপারেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
৫৪২ বার পড়া হয়েছে

সুন্দরবনে হান্নান বাহিনীর ৭ জলদস্যু অস্ত্রসহ আটক

আপডেট সময় ০৮:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

সুন্দরবনে দুর্ধর্ষ বনদস্যু হান্নান বাহিনীর প্রধান হান্নান শেখসহ ৭ জলদস্যুকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে মোংলা কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কোস্ট গার্ডের গোয়েন্দা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হান্নান বাহিনী সুন্দরবনের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। গত ২৬ ফেব্রুয়ারি বাহিনীটি ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করবে এমন তথ্য পেয়ে কোস্ট গার্ডের একটি বিশেষ দল রাতে বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাহিনী প্রধান মো. হান্নান শেখসহ ৫ সহযোগীকে আটক করা হয়। পরে হান্নানের দেওয়া তথ্যের ভিত্তিতে রামপাল থানাধীন বাঁশতলী এলাকা থেকে আরও এক সহযোগী মো. হাবিবুর রহমানকে ২টি একনলা বন্দুক ও ৩টি রামদাসহ গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, হান্নান বাহিনীর সদস্যদের মাসিক ৪০ হাজার টাকা করে বেতন দেওয়া হতো। আটক ডাকাতরা হলেন— মো. হান্নান শেখ (৬৫), মো. রেজাউল শেখ (৫৩), শেখ মো. কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মো. আবু তালেব খান (৪৭), মো. হোসেন আলী শেখ (৫৫) এবং মো. হাবিবুর রহমান (৫৫)। এদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

জব্দকৃত অস্ত্রসহ আটক জলদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের পশ্চিম জোনের অপারেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ।