ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরবনে ফের মাথাচাড়া দিয়েছে বনদস্যুরা

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::
সুন্দরবনে আবারও বনদস্যুরা তৎপরতা বাড়িয়েছে, যা উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। চাঁদার দাবিতে বনজীবীদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে এবং মুক্তিপণের জন্য জেলেদের অপহরণ করা হয়েছে। এ ঘটনার ফলে স্থানীয় জেলে ও বনজীবীদের মধ্যে চরম দুশ্চিন্তা বিরাজ করছে।

একসময় ম্যানগ্রোভ সুন্দরবন ছিলো অপহরণ, ডাকাতিসহ নানা অপরাধের কেন্দ্রস্থল। তবে ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে সুন্দরবনের ৩২টি বাহিনীর প্রধানসহ ৩২৪ দস্যু আত্মসমর্পণ করায় সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু, বর্তমানে আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যুরা। তারা প্রায়ই জেলেদের ওপর হামলা চালাচ্ছে এবং মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করছে।

বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের দুবলার চরে গত পাঁচ মাস ধরে শুটকি প্রক্রিয়াকরণের কাজ চলছে, যেখানে উপকূলের হাজারও জেলে কাজ করেন। সম্প্রতি, দয়াল বাহিনীর সদস্যরা কমান্ডো স্টাইলে জেলেদের ওপর হামলা চালায় এবং তাদের জিম্মি করার চেষ্টা করে। তবে জেলেরা প্রতিরোধ গড়ে তুলে এবং অস্ত্রসহ তিন বনদস্যুকে ধরে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। ক্ষিপ্ত হয়ে পরবর্তী দিন ওই দস্যুরা ১৫ জেলেকে জিম্মি করে।

কোস্টগার্ডের পশ্চিমজোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. তারেক আহেম্মেদ জানিয়েছেন, তারা সুন্দরবনে অভিযান চালিয়ে দস্যুদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

উপকূলবাসী ও বনজীবীরা সুন্দরবনকে নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর আরো কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
৫২৫ বার পড়া হয়েছে

সুন্দরবনে ফের মাথাচাড়া দিয়েছে বনদস্যুরা

আপডেট সময় ০৯:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
সুন্দরবনে আবারও বনদস্যুরা তৎপরতা বাড়িয়েছে, যা উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। চাঁদার দাবিতে বনজীবীদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে এবং মুক্তিপণের জন্য জেলেদের অপহরণ করা হয়েছে। এ ঘটনার ফলে স্থানীয় জেলে ও বনজীবীদের মধ্যে চরম দুশ্চিন্তা বিরাজ করছে।

একসময় ম্যানগ্রোভ সুন্দরবন ছিলো অপহরণ, ডাকাতিসহ নানা অপরাধের কেন্দ্রস্থল। তবে ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে সুন্দরবনের ৩২টি বাহিনীর প্রধানসহ ৩২৪ দস্যু আত্মসমর্পণ করায় সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু, বর্তমানে আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যুরা। তারা প্রায়ই জেলেদের ওপর হামলা চালাচ্ছে এবং মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করছে।

বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের দুবলার চরে গত পাঁচ মাস ধরে শুটকি প্রক্রিয়াকরণের কাজ চলছে, যেখানে উপকূলের হাজারও জেলে কাজ করেন। সম্প্রতি, দয়াল বাহিনীর সদস্যরা কমান্ডো স্টাইলে জেলেদের ওপর হামলা চালায় এবং তাদের জিম্মি করার চেষ্টা করে। তবে জেলেরা প্রতিরোধ গড়ে তুলে এবং অস্ত্রসহ তিন বনদস্যুকে ধরে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। ক্ষিপ্ত হয়ে পরবর্তী দিন ওই দস্যুরা ১৫ জেলেকে জিম্মি করে।

কোস্টগার্ডের পশ্চিমজোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. তারেক আহেম্মেদ জানিয়েছেন, তারা সুন্দরবনে অভিযান চালিয়ে দস্যুদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

উপকূলবাসী ও বনজীবীরা সুন্দরবনকে নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর আরো কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464