সুনামগঞ্জে ২০০ রিকশা শ্রমিককে শীতবস্ত্র প্রদান
সুনামগঞ্জে শনিবার বিকেলে ২০০ জন রিকশা শ্রমিককে শীতবস্ত্র হিসেবে নতুন কম্বল প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় আলফাত উদ্দিন আহমদ রিকশা শ্রমিক ইউনিয়ন স্মৃতি ট্রাস্টের উদ্যোগে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও ট্রাস্টের সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। ট্রাস্টের অন্যতম সদস্য অ্যাডভোকেট সালেহ আহমদের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোস্তাফিজুর রহমান, ট্রাস্টের সাধারণ সম্পাদক কবব মুনমুন চৌধুরী, সদস্য রমেন্দ্র কুমার দে মিন্টু, সুবিমল চক্রবর্তী চন্দন ও রাশিদ আলী, এবং শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান।
বক্তারা জানান, সুনামগঞ্জ পৌর শহরের বাসিন্দা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত শ্রমিকনেতা আলফাত উদ্দিন আহমদের নামে ২০০১ সালে রিকশা শ্রমিকদের কল্যাণে এই ট্রাস্ট গঠন করা হয়। ট্রাস্টের সভাপতি হলেন জেলা প্রশাসক। ট্রাস্টের উদ্যোগে রিকশা শ্রমিকদের বিভিন্নভাবে সহায়তা করা হয়ে থাকে এবং তাঁদের সন্তানদের লেখাপড়ায়ও সহযোগিতা করা হয়।
ট্রাস্টের সভাপতি সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া তাঁর বক্তব্যে বলেন, আলফাত উদ্দিন একজন মহৎপ্রাণ মানুষ ছিলেন। জীবনভর তিনি সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। রিকশা শ্রমিকদের কল্যাণে এ ধরনের ট্রাস্ট গঠন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।
এভাবে সুনামগঞ্জে রিকশা শ্রমিকদের শীতকালীন সহায়তা প্রদান করা হচ্ছে, যা তাঁদের শীতের কঠিন সময়কে কিছুটা উপশম করে।