সুনামগঞ্জে সাদপন্ধীদের শাস্তির দাবিতে উলামা মাশায়েখের বিক্ষোভ মিছিল
১৮ ডিসেম্বর বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত মুসুল্লিদের উপর সাদপন্ধীদের হামলার প্রতিবাদে এবং খুনিদের ফাঁসির দাবিতে সুনামগঞ্জে উলামা মাশায়েখের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) জুম্মার নামাজের পর সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে এ কর্মসূচি আয়োজন করা হয়।
মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়খ মাওলানা আব্দুল বছির এবং সঞ্চালনা করেন রফিক আহমদ ও মুফতি আব্দুল হক আহমদী। বক্তৃতা করেন শায়খ মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আব্দুল ওয়াহাব, মাওলানা কামরুজ্জামান, মাওলানা রুকুন উদ্দিন এবং মাওলানা নুরুজ্জামান আলমগীর।
বক্তারা বলেন, ‘‘সাদপন্ধীরা আমাদের জন্য মুসিবত তৈরি করেছে। তাদের একটি সংগঠন রয়েছে, যা নিষিদ্ধ ঘোষণা করা উচিত। কিছুদিন আগে আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সারজিল আলমসহ কয়েকজন সাদপন্ধীদের নিয়ে আলোচনা করেছিলেন, তাদের কথা শোনার পর তারা বলেছিলেন, আমরা কাকরাইল মসজিদে গিয়ে মুরুব্বিদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’’
বক্তারা আরও বলেন, সরকারের সিদ্ধান্ত উপেক্ষা করে রাতের আঁধারে ঘুমন্ত মুসুল্লিদের শহীদ করা হয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়েছে। আইন হাতে তুলে নেওয়া হয়েছে। সাদপন্ধীদের খুনের বিচার করতে হবে, যারা খুন করে তাদের তাবলীগের সঙ্গে সম্পর্ক কী? তারা সন্ত্রাসী, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় গিয়ে মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।