সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ৩৫ বছর বয়সী মাদক কারবারি জয়নালকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জয়নালের বাড়ি ছাতক থানার দক্ষিণ বড়কাপন গ্রামে।
জানা যায়, শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার একটি টিম পান্ডারগাঁও নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন দোয়ারাবাজার থানার এসআই মো. মিজানুর রহমান, তার সঙ্গে ছিলেন এএসআই আশরাফ খান ও সঙ্গীয় ফোর্স।
অভিযান চলাকালে জয়নালের কাছ থেকে ৩৫ বোতল AC BLACK ব্র্যান্ডের এবং ৮৬ বোতল Officer’s Choice ব্র্যান্ডের মোট ১২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
দোয়ারাবাজার থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত জয়নালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।