ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ফ্যাসিস্টরা পালালেও প্রেতাত্মারা রয়ে গেছে

সুনামগঞ্জে বিএনপির সমাবেশে আরিফুল হক চৌধুরী

মোঃ মোশফিকুর রহমান স্বপন; সুনামগঞ্জ::

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, “ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৭ বছর আমরা আন্দোলন করেছি। এই আন্দোলনে হাজারও নেতাকর্মী হত্যা-গুমের শিকার হয়েছেন। ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছিল। অবশেষে জুলাই বিপ্লবে শেখ হাসিনাকে পালাতে হয়েছে। তবে ফ্যাসিস্টরা পালালেও তাদের প্রেতাত্মারা এখনও রয়ে গেছে। তাদের খুঁজে বের করে গ্রেফতার করতে হবে।”

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ডে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

আরিফুল হক চৌধুরী বলেন, “ভোট ডাকাতি করেছে ফ্যাসিস্ট হাসিনা। সংগ্রামের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকার গঠন করেছি, কিন্তু এখনও ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি। আগামী ডিসেম্বরের মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।”

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “কেউ চাঁদাবাজি করতে পারবে না। চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দলে ফ্যাসিস্ট অনুপ্রবেশ ঘটলে তাদের তাড়িয়ে দিতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে।”

জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিফতা সিদ্দিকী।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিজানুর রহমান চৌধুরী।

এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
৫১৮ বার পড়া হয়েছে

ফ্যাসিস্টরা পালালেও প্রেতাত্মারা রয়ে গেছে

সুনামগঞ্জে বিএনপির সমাবেশে আরিফুল হক চৌধুরী

আপডেট সময় ০৬:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, “ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৭ বছর আমরা আন্দোলন করেছি। এই আন্দোলনে হাজারও নেতাকর্মী হত্যা-গুমের শিকার হয়েছেন। ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছিল। অবশেষে জুলাই বিপ্লবে শেখ হাসিনাকে পালাতে হয়েছে। তবে ফ্যাসিস্টরা পালালেও তাদের প্রেতাত্মারা এখনও রয়ে গেছে। তাদের খুঁজে বের করে গ্রেফতার করতে হবে।”

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ডে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

আরিফুল হক চৌধুরী বলেন, “ভোট ডাকাতি করেছে ফ্যাসিস্ট হাসিনা। সংগ্রামের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকার গঠন করেছি, কিন্তু এখনও ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি। আগামী ডিসেম্বরের মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।”

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “কেউ চাঁদাবাজি করতে পারবে না। চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দলে ফ্যাসিস্ট অনুপ্রবেশ ঘটলে তাদের তাড়িয়ে দিতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে।”

জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিফতা সিদ্দিকী।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিজানুর রহমান চৌধুরী।

এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464