উপজেলা পর্যায়ের বিজয়ী বালক ও বালিকাদের আলাদা দুটি টুর্নামেন্টে ১২টি উপজেলার ২৪টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করছে। প্রথম রাউন্ড শেষে সেমিফাইনালে পৌঁছেছে ৮টি দল।
বালক বিভাগ (গোল্ডকাপ):শান্তিগঞ্জ উপজেলা, জগন্নাথপুর উপজেলা,দিরাই উপজেলা, সদর উপজেলাবালিকা বিভাগ (গোল্ডকাপ):সদর উপজেলা, দিরাই উপজেলা,বিশ্বম্ভরপুর উপজেলা, ছাতক উপজেলা।
উদ্বোধনের আগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোধা রাণী রায়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রাথমিক শিক্ষা সহকারী মাহবুব জামান।
স্বাগত বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন পিটিআই স্কুলের সুপারিন্টেন্ডেন্ট দীপঙ্কর মোহন্ত, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং ক্রীড়ামোদীরা।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন,শিশুদের স্বাস্থ্য ভালো রাখা ও শারীরিক চর্চার জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সুস্থ দেহের অধিকারী শিশু ভবিষ্যতে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে এমন টুর্নামেন্ট আয়োজন ভবিষ্যৎ জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং বিকেল ৩টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।