ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে গ্রেফতার ৫

মোঃ মোশফিকুর রহমান স্বপন; সুনামগঞ্জ::

ছবি: চেকপোস্ট

সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সুনামগঞ্জে চলছে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট”। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, তাহিরপুর উপজেলার দক্ষিণকুল গ্রামের বাসিন্দা হাসান রনি (২০)। তিনি নিষিদ্ধ সংগঠন বালিজুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, মধ্যনগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আক্কল চন্দ্র সরকার (৩৮), বিশ্বম্ভরপুর উপজেলার আক্তারপাড়া গ্রামের আব্দুল আলিম (২৩), সুনামগঞ্জ সদর উপজেলার নিয়ামতপুর গ্রামের রতিন্দ্র কুমার রায় (৬০)। তিনি গৌরারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ছাতক উপজেলার বেরাজপুর গ্রামের মো. ইয়াহিয়া (৩৭)। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, “জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন করতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

সুনামগঞ্জ জেলায় “অপারেশন ডেভিল হান্ট” পরিচালিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০২:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
৫৪৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে গ্রেফতার ৫

আপডেট সময় ০২:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সুনামগঞ্জে চলছে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট”। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, তাহিরপুর উপজেলার দক্ষিণকুল গ্রামের বাসিন্দা হাসান রনি (২০)। তিনি নিষিদ্ধ সংগঠন বালিজুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, মধ্যনগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আক্কল চন্দ্র সরকার (৩৮), বিশ্বম্ভরপুর উপজেলার আক্তারপাড়া গ্রামের আব্দুল আলিম (২৩), সুনামগঞ্জ সদর উপজেলার নিয়ামতপুর গ্রামের রতিন্দ্র কুমার রায় (৬০)। তিনি গৌরারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ছাতক উপজেলার বেরাজপুর গ্রামের মো. ইয়াহিয়া (৩৭)। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, “জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন করতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

সুনামগঞ্জ জেলায় “অপারেশন ডেভিল হান্ট” পরিচালিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।