সিলেট বিভাগের প্রথম ডিআইজি মোদাব্বির হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন
প্রবীণ পুলিশ কর্মকর্তা এবং সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোদাব্বির হোসেন চৌধুরী ১ মে, বৃহস্পতিবার ভোর পাঁচটায় রাজধানী ঢাকার গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন।
মোদাব্বির হোসেন চৌধুরী সিলেট বিভাগের প্রথম ডিআইজি হিসেবে পরিচিত ছিলেন। তিনি ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৭তম আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। পাকিস্তান মিলিটারি একাডেমির ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ নেওয়া এই প্রয়াত পুলিশ কর্মকর্তা পাকিস্তান সেনাবাহিনী থেকে লেফটেন্যান্ট হিসেবে অবসর নেন এবং পরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক পদে অধিষ্ঠিত হন। জিয়াউর রহমানের শাসনামলে তিনি পুলিশের সদস্য হিসেবে আত্তীকৃত হন।
তার মরদেহ রাজারবাগ পুলিশ লাইনে আজ (১ মে) বিকেল ৩টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের দেহ হবিগঞ্জের আজমিরীগঞ্জে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মোদাব্বির হোসেন চৌধুরী ছিলেন এক অমায়িক, ভদ্র ও সজ্জন মানুষ, যিনি তার কর্মজীবনে অসংখ্য মানুষের সম্মান ও ভালোবাসা অর্জন করেছিলেন।