ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজদিখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শহীদুল ইসলাম শরীফ::

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার কেয়াইন নিমতলা শিকদার কমপ্লেক্স সংলগ্ন এলাকায় সিরাজদিখান ও শ্রীনগর শাখার যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য খিদির আঃ সালাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিরাজদিখান উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার আমির আ.জ.ম. রুহুল কুদ্দুস এবং প্রধান আলোচক ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ এ.কে.এম. ফকরুদ্দীন রাজী।

প্রধান অতিথির বক্তব্যে আ.জ.ম. রুহুল কুদ্দুস বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। আমরা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই, যেখানে দুর্নীতি থাকবে না এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে।” তিনি আরও বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ঘুষ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান, সিরাজদিখান উপজেলা আমির মাওলানা কবির হোসেন, শ্রীনগর উপজেলা আমির টি.এম. বেল্লাল হোসাইন, মুন্সীগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির আব্দুল আউয়াল জিহাদী, ছাত্রশিবিরের আইটি সম্পাদক নুরুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনের শেষ পর্বে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যক্ষ এ.কে.এম. ফকরুদ্দীন রাজীর নাম ঘোষণা করা হয়। এ সময় নেতাকর্মীরা তার প্রতি সমর্থন জানান।

সম্মেলনে সংগঠনটির সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
৫৩১ বার পড়া হয়েছে

সিরাজদিখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৫৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার কেয়াইন নিমতলা শিকদার কমপ্লেক্স সংলগ্ন এলাকায় সিরাজদিখান ও শ্রীনগর শাখার যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য খিদির আঃ সালাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিরাজদিখান উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার আমির আ.জ.ম. রুহুল কুদ্দুস এবং প্রধান আলোচক ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ এ.কে.এম. ফকরুদ্দীন রাজী।

প্রধান অতিথির বক্তব্যে আ.জ.ম. রুহুল কুদ্দুস বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। আমরা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই, যেখানে দুর্নীতি থাকবে না এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে।” তিনি আরও বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ঘুষ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান, সিরাজদিখান উপজেলা আমির মাওলানা কবির হোসেন, শ্রীনগর উপজেলা আমির টি.এম. বেল্লাল হোসাইন, মুন্সীগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির আব্দুল আউয়াল জিহাদী, ছাত্রশিবিরের আইটি সম্পাদক নুরুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনের শেষ পর্বে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যক্ষ এ.কে.এম. ফকরুদ্দীন রাজীর নাম ঘোষণা করা হয়। এ সময় নেতাকর্মীরা তার প্রতি সমর্থন জানান।

সম্মেলনে সংগঠনটির সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।