সিরাজগঞ্জ বেলকুচিতে তালা ভেঙে মন্দিরের স্বর্ণালঙ্কার ও বিগ্রহ চুরি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া শ্রী শ্রী রাম কৃষ্ণ সেবাশ্রম মন্দিরে গত ২৭ জানুয়ারি রাতে চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের তালা ভেঙে সেখানে থাকা স্বর্ণালঙ্কার ও প্রতিমা চুরি করা হয়েছে। মন্দিরের কমিটি জানায়, রাত ৮টার দিকে ভক্তরা পূজা শেষে মন্দিরের তালা দিয়ে চলে যান, এবং পরদিন সকালে মন্দিরের সামনের তালা খুলে দেখা যায়, উত্তর-পূর্ব কোণের গেটের তালা ভাঙা এবং প্রতিমার গায়ে থাকা স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন বিগ্রহ চুরি হয়ে গেছে।
মন্দির কমিটির সদস্য স্বপন কুমার পোদ্দার দাবি করেছেন, চুরির ঘটনায় মন্দিরের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগস :