সিংগাইরে ৫ দিনব্যাপী একুশে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন
সিংগাইরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে ৫ দিনব্যাপী একুশে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ মঙ্গলবার বিকেল ৪ টায় ভাষাশহিদ রফিক স্মৃতি পরিষদের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন ভাষাশহিদ রফিক স্মৃতি পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. খোরশেদ আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “যে ভাষায় আমি ‘মা’ ডাক শুনেছি, সে ভাষায় আমি আপনাদের সাথে কথা বলছি। বাংলা ভাষা আমার গর্ব ও অহংকার। ভাষার আন্দোলন করেই আমরা আমাদের অধিকার অর্জন করেছি। শহিদ রফিকের মতো গৌরবময় নাম আজকের বাংলাদেশে অমর হয়ে আছে, তার নামে সড়ক, সেতু নির্মাণ হয়েছে, এবং ভবিষ্যতে আরও অনেক কিছু করা হবে যাতে পরবর্তী প্রজন্ম রফিকের নাম ভুলে না যায়।”
আফরোজা খানম রিতা আরও বলেন, “দেশপ্রেম আমাদের মূল লক্ষ্যে। শহিদ রফিকের মতো ভাষা শহিদদের নিয়ে আমাদের চিন্তা করতে হবে। ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে জাতীয়তাবাদী দল সবসময় আপনাদের পাশে থাকবে।”
প্রতি বছরের মতো এবারও ভাষাশহিদ রফিক স্মৃতি পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে একুশে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্যগণসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. আজাদ হোসেন খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও পিপি এ্যাড. আ.ফ.ম নুরতাজ আলম বাহার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আ. ত. ম. জহির আলম খান লোদী, উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান, পৌর বিএনপির সভাপতি এ্যাড. খোরশেদ আলম ভূইয়া জয়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মো. মাহবুবুর রহমান মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন, ভাষাশহিদ রফিক স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সহ-সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে জেলা উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।