সাবেক ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
মৎস্য ও প্রাণিসম্পদ এবং ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী থাকা অবস্থায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ ৩ মার্চ দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বাদী হয়ে খুলনা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। একইসঙ্গে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার স্ত্রী উষা রানী চন্দের বিরুদ্ধেও আরেকটি মামলা করেছে দুদক। এই মামলায় নারায়ণ চন্দ্র চন্দকেও আসামি করা হয়েছে। দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের এজাহারে উল্লেখ করা হয়েছে, মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নারায়ণ চন্দ্র চন্দ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকা মূল্যের সম্পদ অর্জন করেন এবং তা নিজের নামে ভোগ দখলে রাখেন।
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, সাবেক মন্ত্রীর নামে রয়েছে, ১ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৪০০ টাকার স্থাবর সম্পদ, ২ কোটি ৫ লাখ ২৫ হাজার ১৬৬ টাকার অস্থাবর সম্পদ, মোট ৩ কোটি ৫০ লাখ ২ হাজার ৫৬৬ টাকার সম্পদ।
অন্যদিকে, তার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে ৩ কোটি ৯ লাখ ৯৩ হাজার ৩২৮ টাকা এবং পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ১৩৯ টাকা। এ হিসাবে, তার বৈধ নীট আয় ১ কোটি ৭০ লাখ ৩৪ হাজার ১৮৯ টাকা।
ফলে, ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের প্রমাণ পাওয়ায় দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নারায়ণ চন্দ্র চন্দের স্ত্রী উষা রানী চন্দের বিরুদ্ধে ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।
এ কারণে তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, মামলাগুলোর তদন্ত দ্রুত শুরু হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।