ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি::

সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ভাষা দিবস, মার্তৃভাষা আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সর্বস্তরের মানুষ।

এর আগে ভাষা শহীদদের স্মরণে সকল শহীদ মিনার চত্বর মুখরিত হয়ে ওঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…গানের সুরে। পাশাপাশি মাইকে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস তুলে ধরা হয়।

রাত ১২টা ১ মিনিটে প্রথমে সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, জেলা বিএনপি, সাতক্ষীরা পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র ‘দ্য এডিটরস’, জেলা শিক্ষা অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পুলিশ সুপার পিবিআই, গণপূর্ত বিভাগ, সামাজিক বনায়ন কেন্দ্র, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা, সাতক্ষীরা জেলা মন্দির সমিতি সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় শহীদ মিনার চত্বরে ছিলো বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি। রাতের প্রথম প্রহরে শহীদদের স্মরণে ফুলে ফুলে ঢেকে যায় শহীদ মিনার।

১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউলসহ নাম না জানা আরও অনেকে। তাদের আত্মত্যাগের পথ ধরেই এসেছে স্বাধীনতা। ১৯৯৯ সালে ইউনেস্কোর স্বীকৃতির মধ্য দিয়ে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
৫১১ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ০৭:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ভাষা দিবস, মার্তৃভাষা আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সর্বস্তরের মানুষ।

এর আগে ভাষা শহীদদের স্মরণে সকল শহীদ মিনার চত্বর মুখরিত হয়ে ওঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…গানের সুরে। পাশাপাশি মাইকে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস তুলে ধরা হয়।

রাত ১২টা ১ মিনিটে প্রথমে সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, জেলা বিএনপি, সাতক্ষীরা পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র ‘দ্য এডিটরস’, জেলা শিক্ষা অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পুলিশ সুপার পিবিআই, গণপূর্ত বিভাগ, সামাজিক বনায়ন কেন্দ্র, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা, সাতক্ষীরা জেলা মন্দির সমিতি সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় শহীদ মিনার চত্বরে ছিলো বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি। রাতের প্রথম প্রহরে শহীদদের স্মরণে ফুলে ফুলে ঢেকে যায় শহীদ মিনার।

১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউলসহ নাম না জানা আরও অনেকে। তাদের আত্মত্যাগের পথ ধরেই এসেছে স্বাধীনতা। ১৯৯৯ সালে ইউনেস্কোর স্বীকৃতির মধ্য দিয়ে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464