ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সাজেকে জিপ খাদে পড়ে খুবি শিক্ষার্থী নিহত, মরদেহ এয়ার অ্যাম্বুলেন্সে গাইবান্ধা প্রেরণ

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির সাজেকে ভ্রমণে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকি নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে দীঘিনালা-সাজেক সড়কের সিজকছড়া এলাকায় পর্যটকবাহী একটি জিপ খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবিনার মরদেহ বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনীর সহায়তায় এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে গাইবান্ধায় তার পরিবারের কাছে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা একটি জিপে করে সাজেক ভ্রমণে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে জিপটি গভীর খাদে পড়ে যায়। এতে রুবিনা আফসানা রিংকি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় একজন শিক্ষকসহ আরও অন্তত ১১ জন শিক্ষার্থী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খাগড়াছড়ির সিভিল সার্জন সাবের হোসেন জানান, গুরুতর আহত অন্তত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দ্রুত অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যা প্রয়োজন।

দুর্ঘটনার খবর পেয়ে বিকেলে হাসপাতালে আহতদের দেখতে যান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। জেলা পরিষদের পক্ষ থেকে আহতদের চিকিৎসা সহায়তায় এক লাখ টাকা প্রদান করা হয়।

নিহত শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকির মরদেহ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বৃহস্পতিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তার নিজ বাড়ি গাইবান্ধায় পাঠানো হয়। বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা জানিয়েছেন, প্রাণবন্ত ও মেধাবী রুবিনার মৃত্যুতে তারা ভেঙে পড়েছেন।

খুবি কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে। উপাচার্য এক শোকবার্তায় নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে দুর্ঘটনার খবরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে শোক মিছিল ও শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:৫২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
৫৪১ বার পড়া হয়েছে

সাজেকে জিপ খাদে পড়ে খুবি শিক্ষার্থী নিহত, মরদেহ এয়ার অ্যাম্বুলেন্সে গাইবান্ধা প্রেরণ

আপডেট সময় ০৭:৫২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়ির সাজেকে ভ্রমণে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকি নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে দীঘিনালা-সাজেক সড়কের সিজকছড়া এলাকায় পর্যটকবাহী একটি জিপ খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবিনার মরদেহ বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনীর সহায়তায় এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে গাইবান্ধায় তার পরিবারের কাছে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা একটি জিপে করে সাজেক ভ্রমণে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে জিপটি গভীর খাদে পড়ে যায়। এতে রুবিনা আফসানা রিংকি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় একজন শিক্ষকসহ আরও অন্তত ১১ জন শিক্ষার্থী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খাগড়াছড়ির সিভিল সার্জন সাবের হোসেন জানান, গুরুতর আহত অন্তত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দ্রুত অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যা প্রয়োজন।

দুর্ঘটনার খবর পেয়ে বিকেলে হাসপাতালে আহতদের দেখতে যান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। জেলা পরিষদের পক্ষ থেকে আহতদের চিকিৎসা সহায়তায় এক লাখ টাকা প্রদান করা হয়।

নিহত শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকির মরদেহ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বৃহস্পতিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তার নিজ বাড়ি গাইবান্ধায় পাঠানো হয়। বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা জানিয়েছেন, প্রাণবন্ত ও মেধাবী রুবিনার মৃত্যুতে তারা ভেঙে পড়েছেন।

খুবি কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে। উপাচার্য এক শোকবার্তায় নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে দুর্ঘটনার খবরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে শোক মিছিল ও শ্রদ্ধা নিবেদন করেন।