সাংবাদিকপুত্র নাফিছুর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সরকারি মিডিয়া তালিকাভুক্ত অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়িত জাতীয় দৈনিক সোনালী খবর পত্রিকার চট্টগ্রাম মহানগর প্রতিনিধি এবং সাপ্তাহিক চেকপোস্ট পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় অর্থ সম্পাদক সাংবাদিক মুফতি মৌলানা মুহাম্মদ হায়দার আলী (এম.এ)–এর প্রথম সন্তান মোহাম্মদ নাফিছুর রহমানের ৪র্থ জন্মবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, আন-নাফিছ ইসলামী রিসার্চ সেন্টার অফিসে আয়োজিত এই দোয়া মাহফিলে নাফিছুর রহমানের নেক হায়াত ও সফল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তার মা-বাবা, দাদা-দাদী, নানা-নানীসহ সকল পূর্বপুরুষ ও আত্মীয়স্বজনের জন্য দোয়া করা হয়।
মোনাজাত পরিচালনা করেন তার মৌলা দাদা, বিশিষ্ট আলেমে দ্বীন মৌলানা মুহাম্মদ ফোরকান আহমদ (ফোরকান স্যার)। এ সময় উপস্থিত ছিলেন তার দাদা মুহাম্মদ রুহুল কাদের, ছোট দাদা মৌলানা সিহাব উদ্দীন, মুহাম্মদ এহসান, পিতা সাংবাদিক মুফতি মুহাম্মদ হায়দার আলী (এম.এ), রেফায়েত, শিফাতসহ পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা।
পারিবারিক এই আয়োজনে দাদী, নানী, খালা, ফুফু ও চাচারাও উপস্থিত থেকে নাফিছুর রহমানের জন্মদিনকে করে তোলেন আরও তাৎপর্যময়।
সাংবাদিকপুত্রের মা সাংবাদিক রওশন আক্তার মিহির (এম.কম), সরকারি হাজী মহসিন কলেজ, চট্টগ্রাম, দেশবাসীর কাছে সন্তানের জন্য দোয়া কামনা করেন।










