সরিষাবাড়ীতে জমির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭
জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন রুস্তম শেখ, সুজন মিয়া, সোনা বানু, সুন্দরী, নুর ইসলাম, বাবু মিয়া ও ঝর্ণা বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর আদ্রা এলাকায় ৩৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে রুস্তম শেখ ও আব্দুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে রুস্তম শেখ ওই জমিতে হাল চাষ করতে গেলে আব্দুর রহমান ও তার লোকজন বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষের সময় আব্দুর রহমানের লোকজন রুস্তম শেখের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করেন। এ সময় রুস্তমের পরিবারের লোকজন এগিয়ে এলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, ‘সংঘর্ষের ঘটনায় আমরা অভিযোগ পাইনি। তবে বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’