ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক চোর

জাকিরুল ইসলাম,জামালপুর::

জামালপুরের সরিষাবাড়ীতে জুমার নামাজের সময় মোবাইল ফোনের দোকানে চুরি করতে গিয়ে আকবর আলী সুমন (৩০) নামে এক চোর জনতার হাতে আটক হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পৌর এলাকার আরামনগর বাজারের পৌর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। আটক সুমন কুমিল্লার দেবীদ্বার থানার আলমপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরামনগর বাজারের পৌর মার্কেটে মোবাইল ব্যবসায়ী শান্ত মিয়া জুমার নামাজের জন্য দোকান বন্ধ করে যান। নামাজ শেষে দুপুর ২টার দিকে ফিরে এসে দেখেন, তার দোকানের তালা ভাঙা এবং ভেতরে এক ব্যক্তি ব্যাগে মোবাইল ভর্তি করছে। শান্ত মিয়া চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে এক চোরকে ধরে ফেলে, তবে তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যায়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, মোবাইল ফোনের দোকানে চুরির সময় এক চোরকে জনতা ধরে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনার পর থেকে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দোকানের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
৫২৯ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক চোর

আপডেট সময় ০৮:৩০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

জামালপুরের সরিষাবাড়ীতে জুমার নামাজের সময় মোবাইল ফোনের দোকানে চুরি করতে গিয়ে আকবর আলী সুমন (৩০) নামে এক চোর জনতার হাতে আটক হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পৌর এলাকার আরামনগর বাজারের পৌর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। আটক সুমন কুমিল্লার দেবীদ্বার থানার আলমপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরামনগর বাজারের পৌর মার্কেটে মোবাইল ব্যবসায়ী শান্ত মিয়া জুমার নামাজের জন্য দোকান বন্ধ করে যান। নামাজ শেষে দুপুর ২টার দিকে ফিরে এসে দেখেন, তার দোকানের তালা ভাঙা এবং ভেতরে এক ব্যক্তি ব্যাগে মোবাইল ভর্তি করছে। শান্ত মিয়া চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে এক চোরকে ধরে ফেলে, তবে তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যায়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, মোবাইল ফোনের দোকানে চুরির সময় এক চোরকে জনতা ধরে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনার পর থেকে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দোকানের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।